অভিজিৎ হত্যার দায় স্বীকার করেছে আল-কায়েদা

avijitব্লগার অভিজিৎ রায়কে হত্যার দায় স্বীকার করেছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশের শাখা। তদন্তকারী প্রতিষ্ঠান সার্চ ফর ইন্টারন্যাশনাল টেররিস্ট এনটিটিস (এসআইটিই) এ কথা জানিয়েছে। এর আগে অবশ্য আনসারুল্লাহ বাংলা টিম নামের একটি স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী এ হত্যার দায় স্বীকার করেছিল।
গতকাল শনিবার জিহাদি ফোরামে পোস্ট করা একটি ভিডিওতে এ দাবি করেন আল-কায়েদার ভারতীয় শাখা আল-কায়েদা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট (একিউআইএস)-এর নেতা অসীম উমর।
এসআইটিই জানায়, ভিডিওতে একিউআইএসের নেতা অসীম উমর বলেছেন, তাঁর সংগঠনই অভিজিতের ওপর হামলা চালিয়েছে। তিনি অন্য ধর্মদ্রোহীদের হত্যার কথাও বলেছেন।
এ ব্যাপারে সরকারের কাছে কোনো তথ্য আছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আপনারা যেমন বিষয়টি জেনেছেন, আমরাও ওই রকম বিষয়টি শুনেছি। এ ব্যাপারে বিস্তারিত খোঁজ-খবর নিয়ে পরে জানাতে পারব।’
অবশ্য এ বিষয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এ বিষয়ে নিশ্চিত নয় বলে জানিয়েছে। র‍্যাবের মিডিয়া উইংয়ের কমান্ডার মুফতি মাহমুদ খান বলেছেন, ‘আমরা নিশ্চিত নই।’
গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে লেখক ও মুক্তমনা ব্লগের সম্পাদক যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের নাগরিক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও গুরুতর আহত হন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.