বর্তমানে বিশ্বে সাইবার অপরাধ যে পরিমাণে বেড়ে গেছে সে তুলনায় দক্ষ সাইবার অপরাধ বিশেষজ্ঞ নেই। সম্প্রতি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত এক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিশেষজ্ঞরা। গত মঙ্গলবার অনুষ্ঠিত এই সম্মেলনে বিভিন্ন দেশের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশ নেন। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের গবেষক মার্ক গুডউইন বলেন, ‘কিছু প্রতিবেদনে বলা হয় বর্তমানে বিশ্বে সত্যিকারের দক্ষ এক হাজারের বেশি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ নেই। কিন্তু বর্তমানে সাইবার নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ানো ক্ষতিকর প্রোগ্রাম ঠেকাতে ৩০ হাজারের বেশি দক্ষ বিশেষজ্ঞ দরকার।’
সম্মেলনে সৌদির নতুন ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের সাধারণ পরিচালক সালেহ ইব্রাহিম আল-মোতাইরি বলেন, ‘দক্ষতা বাড়ানোর জন্য আমাদের জাতীয় অবকাঠামো দরকার। এ ক্ষেত্রে মানবসম্পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ এরপর প্রযুক্তি। সাইবার অপরাধ নিয়ে আমরা আরও কাজ করব।’
আরও খবর