ইরাকে আগের মতোই কাজ করবেন মার্কিন সেনারা: ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরাক এখনও আইএস জঙ্গিমুক্ত না হওয়ায় দেশটিতে আগের মতোই কাজ করবেন মার্কিন সেনারা।
বুধবার এক আকস্মিক সফরে ইরাক গিয়ে এ কথা বলেন তিনি। নির্বাচিত হওয়ার পর এটিই ডোনাল্ড ট্রাম্পের প্রথম মধ্যপ্রাচ্য সফর।
এর আগে এক টুইটবার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন,‘আইএসআইএসের বিরুদ্ধে আমরা বিজয়ী হয়েছি। তাদের আমরা পরাজিত করেছি। মারাত্মকভাবে পরাস্ত করেছি।
কাজেই দেশটি থেকে আমাদের সরে আসতে হবে। আমাদের সেনাদের দেশে ফেরার সময় হয়ে গেছে।’
আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, বড়দিনের পর বিশেষ সফরে ইরাকে যান ট্রাম্প। এ সময় সঙ্গে ছিলেন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।
তারা বাগদাদের পশ্চিমাঞ্চলীয় আল-আসাদ নৌঘাঁটিতে মার্কিন সেনাদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছাবিনিময় করেন। পরে সংক্ষিপ্ত ভাষণে সেনাবাহিনীর কাজের প্রশংসা করেন ট্রাম্প।
ট্রাম্পের এই সফর তিন ঘণ্টা স্থায়ী ছিল। সেখান থেকে ফেরার সময় তিনি জার্মানিতে অবস্থিত মার্কিন সেনাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।