ভারতে উবার নামে স্মার্টফোনের একটি অ্যাপের বাটন চাপ দিলেই পুলিশ আপনার সাহায্যে ছুটে আসবে। কল্পনা মনে হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক এক প্রতিষ্ঠান এ অ্যাপটির নির্মাতা। আর এ অ্যাপটি ভারতেও কার্যক্রম শুরু করেছে। ভারতে ধর্ষণ ঠেকাতে এ ধরনের অ্যাপ নারীদের কাছে জনপ্রিয় হবে বলে আশা করছে বিতরণকারী প্রতিষ্ঠান। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
উবার অ্যাপটিতে রাখা হয়েছে একটি এসওএস (SOS) বাটন। যখনই কোনো ব্যক্তি বিপদে পড়বে, তখন স্মার্টফোনের সেই বাটনটি চাপলেই হবে। স্মার্টফোনের জিপিএস সিগন্যাল অনুসরণে সেই স্থানে ছুটে আসবে পুলিশ।
ভারতের ১১টি শহরে এ কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। এর অন্তর্ভুক্ত রয়েছে কলকাতা শহরও। অন্য শহরগুলোর নাম এখনও জানায়নি প্রতিষ্ঠানটি। ভারতের অপরাধপ্রবণ শহরগুলোতে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘটনা থেকে নারীদের রক্ষা করতে এ অ্যাপটি কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ অ্যাপটির জন্য পুলিশ কন্ট্রোল রুমেও কিছু যন্ত্রপাতি স্থাপন করার প্রয়োজন হয়, যা সরবরাহ করেছে অ্যাপটির বিতরণকারী প্রতিষ্ঠান।
এ বিষয়ে প্রশ্ন করলে উবারের সেফটি বিভাগের প্রধান ডেভাল ডেলিভিয়া বলেন, ‘কোন কোন শহরে এ সেবা চালু হবে তা নির্ভর করছে কোন শহরগুলোর কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কাজ করতে চায় তার ওপর।
আরও খবর