জোবায়ের আহম্মেদ অভি: ব্রিটেনে আসন্ন বৃহস্পতিবার সাধারণ নির্বাচন। এ কারণে সেদেশের মানুষের মনোযোগও প্রধানত নির্বাচন নিয়েই ব্যস্ত থাকার কথা। কিন্তু নির্বাচনের আলোচনা নয়, এখন আলোচনায় রাজকুমার উইলিয়ামের সদ্যজাত কন্যা। আর এর মূলে রয়েছে রাজকন্যাকে কেন্দ্র করে শুরু হওয়া জুয়ার ব্যবসা।
শনিবার থেকে দেশটিতে নির্বাচনের আগ্রহে অনেকটাই ভাগ বসিয়েছে রাজপরিবারের সর্বশেষ সদস্য। রাজকুমারীর জন্ম নিয়ে তাৎক্ষণিক উচ্ছ্বাস কাটার পর তার নাম কি রাখা হবে তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা।
রাজকুমারীর নাম নিয়ে মানুষের আগ্রহ আর চর্চা দেখে বাজি ধরার ব্যবসা শুরু করেছে শীর্ষ রেটিং কোম্পানিগুলো। সম্ভাব্য নামগুলোর তালিকার শীর্ষে রয়েছে শার্লট এবং অ্যালিস। পাশাপাশি অলিভিয়া, ভিক্টোরিয়া, এলিজাবেথ নিয়ে বাজি ধরছেন অনেকেই।
এমনকি রাজকুমারীর প্রয়াত দাদির নাম অর্থাৎ ডায়ানা নিয়েও বাজি ধরা হচ্ছে। ব্রিটেনের রাজপরিবারে বহুদিন ধরে ছেলেদের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় নাম চার্লস। মেয়েদের ক্ষেত্রে শার্লট। অষ্টাদশ শতাব্দীতে রাজা তৃতীয় জর্জের রানীর নাম ছিল শার্লট।
রাজা তৃতীয় জর্জ ১৭৬১ সালে রানী র্শালটের জন্যই বাকিংহাম প্রাসাদ কিনেছিলেন। ঐ প্রাসাদই এখন বর্তমান রানী দ্বিতীয় এলিজাবেথের প্রধান বাসস্থান। রাজকুমারীর মায়ের পরিবারে অর্থাৎ ক্যাথরিনের পরিবারেও শার্লট নামটি রয়েছে। ক্যাথরিনের ছোট বোন পিপা মিডলটনের মাঝের নাম শার্লট।
জুয়াড়িদের পছন্দের দ্বিতীয় নামটি হলো অ্যালিস। ডিউক অব এডিনবারা অর্থাৎ বর্তমান রানীর স্বামীর মায়ের নাম ছিল অ্যালিস। রানী ভিক্টোরিয়ার এক মেয়ের নাম ছিল অ্যালিস। তবে ব্রিটেনের রাজপরিবারে মেয়েদের মধ্যে সবচেয়ে বিখ্যাত দুই নাম হলো- ভিক্টোরিয়া এবং এলিজাবেথ। রাজপরিবার নিয়ে ব্রিটিশদের আগ্রহ অবাক করার মতো। তাই রাজকুমারীর নামকরণের আগে নিশ্চিতভাবে তা নিয়ে চর্চা চলতেই থাকবে।