বরিশালের কালিগঞ্জ এলাকায় ২ লঞ্চের সংঘর্ষে যুবক নিহত

বরিশালের কালিগঞ্জ এলাকায় ২ লঞ্চের সংঘর্ষে যুবক নিহত।

বরিশালের মেঘনা নদীর মোহনায় দুটি লঞ্চের সংঘর্ষে শাকিব (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।
রোববার ভোর রাতে জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চ এ্যাডভেঞ্চার-৯ ঘন কুয়াশার কারণে চলতে না পেরে কালিগঞ্জের একটি চরে নোঙর করে রাখে। এসময় ঢাকা থেকে বরিশালগামী সুন্দরবন-৬ কুয়াশায় দিকভ্রান্ত হয়ে নোঙর করে থাকা এ্যাডভেঞ্চার লঞ্চকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই লঞ্চের যাত্রী শাকিব নিহত এবং আরও তিনজন আহত হয়।
এ্যাডভেঞ্চার লঞ্চের কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিহত শাকিবের বিস্তারিত পরিচয় জানা যায়নি বলে জানান লঞ্চের ওই কর্মকর্তা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.