রোমিং গ্রাহকদের জন্য সাশ্রয়ী এসএমএস সার্ভিস চালু করেছে বাংলাদেশের সবচে’ বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।
বিদেশে রোমিংয়ে গ্রাহকরা এই এসএমএস সার্ভিসের সুবিধা পাবেন। বাংলাদেশে করা প্রতিটি এসএমএস এর চার্জ হবে ২ টাকা। বাংলাদেশের যে কোনো অপারেটরের মোবাইলের জন্য এ চার্জ প্রযোজ্য হবে।
তবে বিদেশে গিয়ে রোমিং সুবিধা চালু হওয়ার পর এই সার্ভিসটি পাওয়ার জন্য ডায়াল করতে হবে *১১১*৫*৯# নম্বরে।