ভূমধ্যসাগরে আবারো নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৪০ জন অভিবাসীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জানিয়েছে বেসরকারি সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেন।
বিবিসি জানিয়েছে, এই ঘটনা গত রোববার ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন কাতানিয়ায় সেভ দ্য চিলড্রেনের মুখপাত্র গিওভানা ডি বেনেডেট্টো। নিহতের সঠিক সংখ্যা জানা যায়নি।
নৌকাটি ইতালির সিসিলির দক্ষিণ উপকূলে ডুবেছে বলে জানা গেছে।
নৌকাডুবিতে বেঁচে যাওয়া অভিবাসীরা মঙ্গলবার ইতালীয় শহর কাতানিয়ায় এসে পৌঁছান। তারাই নৌকাডুবির ঘটনা ও অনেকের সমুদ্রে ডুবে মৃত্যু সম্পর্কে প্রশাসনকে অবগত করেন।
চলতি বছরে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অন্তত এক হাজার ৭৫০ জন মানুষ নিহত হয়েছে, যা গত বছরের এ সময়ের তুলনায় ২০ গুণ।
যুদ্ধপীড়িত মধ্যপ্রাচ্য ও দারিদ্র্যপীড়িত আফ্রিকার বিভিন্ন দেশ থেকে কাজের খোঁজে প্রতি বছর অসংখ্য মানুষ অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেয়।