যুক্তরাষ্ট্রের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো ভেনেজুয়েলা

যুক্তরাষ্ট্রের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো ভেনেজুয়েলা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাসা মাদুরো। পাশাপাশি তিনি আমেরিকার সব কূটনীতিককে ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ দিয়েছেন।

বিরোধী নেতা হুয়ান গুয়াইডো নিজেকে ভেনেজুয়েলা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার পর যুক্তরাষ্ট্র তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়। এরপরই মাদুরো এসব পদক্ষেপ নিয়েছেন। গাইডোর উদ্যোগকে ক্যু’ বলে মন্তব্য করেছেন মাদুরো। একই সঙ্গে তাকে জেলে দেয়ারও হুমকি দিয়েছে সরকার।

মাদুরো দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলার ভেতরে ষড়যন্ত্র করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে আসছেন। তিনি অভিযোগ করছেন, সরকার উৎখাতের জন্য আমেরিকা বিরোধীদেরকে মদদ দিচ্ছে। সর্বশেষ এসব ঘটনার কারণে ভেনেজুয়েলায় রাজনৈতিক সংকট মারাত্মক আকার ধারণ করল। তবে দেশের সামরিক বাহিনী প্রেসিডেন্ট মাদুরোর প্রতি সমর্থন অব্যাহত রেখেছে।

গত বছর ভেনেজুয়েলায় জাতীয় নির্বাচন হয়। ওই নির্বাচন নিয়ে তীব্র বিরোধ দেখা দিয়েছে। বহু বিদেশি সরকার নির্বাচনকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। তারপরও ১০ জানুয়ারি নিজের দ্বিতীয় মেয়াদ শুরু করেন নিকোলাস মাদুরো। ভেনিজুয়েলার সংবিধান অনুসারে- প্রেসিডেন্টের পদ শূন্য হলে ৩০ দিনের মধ্যে একটি নতুন নির্বাচন দিতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.