লন্ডন: ‘ব্রিটেন উইল বি রিওয়ার্ডেড উইথ এ পলিটিশিয়ান, লাইক শেখ মুজিব’। ব্রিটেনের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকের প্রার্থিতা নিয়ে এমনই উচ্চাশা শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিক বিলি এন্ডারসনের।
রাজনীতিতে টিউলিপের যোগ্যতা নিয়ে ব্রিটিশ রাজনীতি বিশ্লেষক ও নিজ দল লেবার পার্টির শীর্ষ নেতৃবৃন্দের প্রশংসার পর একজন সাধারণ ব্রিটিশ নাগরিক এ মন্তব্য করলেন। টিউলিপের নির্বাচনী আসনের বাইরে বসবাসরত ৮১ বছর বয়সী বিলি এন্ডারসন জন্মের পর থেকে দীর্ঘদিন বাংলাদেশে ছিলেন। একটি বিদেশি কোম্পানিতে কর্মরত বিলি ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুর হত্যাকান্ডের সময়ও বাংলাদেশে ছিলেন।
লন্ডনে বাঙালি মালিকানাধীন একটি রেস্টুরেন্টের নিয়মিত কাস্টমার বিলি এন্ডারসন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপের ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে প্রার্থিতার কথা শুনে এ প্রতিবেদকের কাছে এ মন্তব্য করেন।
বিলির মতে, সারা বিশ্বের নিপীড়িত মানুষের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের রক্ত যার ধমনীতে প্রবাহিত, তিনি নিশ্চয় বঙ্গবন্ধুর সাহস, বিচক্ষণতা আর দূরদর্শিতা নিয়েই রাজনীতিতে আসবেন।
সব কিছু ঠিকঠাক থাকলে স্থানীয় সময় শুক্রবার ভোরেই জানা যাবে কোন দল ক্ষমতায় যাচ্ছে বিশ্বের এই শক্তিধর রাষ্ট্রটিতে। সর্বশেষ নির্বাচনী প্রচারণায় ব্যস্ত এখন প্রার্থিরা। শুধু শ্বেতাঙ্গ ব্রিটিশ নয়, বাংলাদেশিসহ অন্যান্য এথনিক মাইনোরিটি ব্রিটিশদের মধ্যেও এই জ্বর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
ব্রিটিশ পার্লামেন্টে লেবার দলীয় বর্তমান এমপি রোশনারা আলীসহ মোট ১২জন ব্রিটিশ-বাংলাদেশি এবারের নির্বাচনে প্রতিদ্বন্দিতা করায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে এবারের নির্বাচন ঘিরে আরও বেশি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।
শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিকী লেবার দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন গ্রেটার লন্ডনের হ্যামস্টেড ও কিলবার্ণ আসন থেকে। দীর্ঘ নির্বাচনী প্রচারণায় টিউলিপ ইতিমধ্যেই নিজেকে ব্রিটেনের একজন উদীয়মান রাজনীতিক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন বলে মূলধারার ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো জানায়।
এর আগে টিউলিপের খালাতো বোন সায়মা হোসেন পুতুলও নির্বাচনী ক্যাম্পেইনে ঘুরে গেছেন হ্যামস্টেড-কিলবার্ণ এলাকা। টিউলিপের মা বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাও ঘরে বসে নেই। চ্যালেঞ্জ থাকলেও হিসাব নিকেশে টিউলিপের পাল্লাই ভারী বলে জানাচ্ছেন বিশ্লেষকরা।