আরব উপ-দ্বীপের আল-কায়েদার শীর্ষ নেতা নাসের বিন আলী আল-আনসি মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন। নিহত এই নেতা প্যারিসের শার্লি এবদো হামলায় জড়িত ছিলো বলে দাবি করেছেন জেহাদী অর্গানাইজেশনগুলোর ওয়েব মনিটর করা বিশ্লেষকরা।
ইয়েমেনী বংশোদ্ভুত এই আল-কায়েদা নেতা প্যারিসের ম্যাগাজিন শার্লি এবদো হামলার পেছনে জড়িত থাকার কথা দাবি করে ভিডিও বার্তা প্রকাশ করেছিল।
বৃহস্পতিবার মিডিল ইস্ট মিডিয়া রিসার্চ ইন্সটিটিউট (এমইএমআরই) একিউপিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় ইয়েমেনি বংশোদ্ভূত নাসের বিন আলী আল-আনসির মৃত্যুর কথা ঘোষণা করা হয়।
সম্প্রতি ইয়েমেনের আল-মখাল্লা জেল থেকে ছাড়া পাওয়া সাবেক একিউপি অপারেটিভ খালিদ বাত্রিফি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। তবে পেন্টাগনের সচিব অ্যাস্টন কার্টার বৃহস্পতিবার প্রকাশিত এই রিপোর্টের উপর মন্তব্য করতে অস্বীকার করেছেন।
জানুয়ারি মাসে আল-আনসি একিউপিকে দেওয়া এক ভিডিও বার্তায় ফরাসি ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি এবদোর অফিসে আক্রমণের দায় স্বীকার করে নেন তিনি। তিন দিন ধরে চলা এ হামলার ঘটনায় ১৬ জন নিহত হয়।