আটলান্টায় মহাসড়কে সী বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ৪

image_220198.ny-02_80001যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে আটলান্টায় সড়কের উপর বিধ্বস্ত হয়েছে সী বিমান। গতকাল সংঘটিত এ দুর্ঘটনায় পাইলটসহ চার আরোহী মারা গেছে।

আটলান্টার ২৮৫ নম্বর মহাসড়কে পিচট্রি ইন্ডাস্ট্রিয়াল ব্লু বার্ডে একটি পাইপার পি এ -৩২ বিমান বিধ্বস্ত হয়ে এ্যাসভিল নর্থ ক্যারোলিনার অধিবাসী গ্রেগ বার্ড, তার দুই ছেলে যথাক্রমে ক্রীস্টপার ও ফিলিপ এবং ভাবি পুত্রবধূ জ্যাকি ক্লজার নিহত হন। অক্সফোর্ড মিসিসিপি যাত্রা পথে আটলান্টাস্থ ডিক্যাব পিচট্রি এয়ার পোর্ট থেকে জ্বালানি নিয়ে উড্ডয়নের পরপরই তাদের প্রাইভেট সী বিমান পাইপার পি এ -৩২ এ যান্ত্রিক ক্রুটি দেখা দিলে বিমানটি ডিক্যাব পিচট্রি এয়ারপোর্টের অনতিদূরে মহাসড়ক ২৮৫-এর পিচট্রি ইন্ডাস্ট্রিয়াল ব্লু বার্ডে ভেঙে পড়ে। বিমানে তাদের একটি পোষা কুকুর মারা যায়। বিমানটি গ্রেগ বার্ড নিজেই চালাচ্ছিলেন। জ্যাকি ক্লজারের সাথে ছেলে ক্রীস্টপারের সাথে আগামী অক্টোবরে বিবাহ বন্ধনের কথা ছিল।

মহাসড়ক ২৮৫ এর ইস্ট বাউন্ডে বিমান দুর্ঘটনায় পতিত হলে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময়ে ওয়েষ্ট বাউন্ড সচল ছিল। বেলা সোয়া ২টার দিকে ইস্ট বাউন্ডে পুনরায় চালু হয়। দুর্ঘটনায় তাদের বিমানটিই বিধ্বস্ত হয়েছে অন্যকোন যানবাহন বা স্থানীয় কারো কোন ক্ষতি হয়নি বলে ডিক্যাব কাউন্টি ফায়ার সার্ভিস কর্তৃক জানা গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.