প্রযুক্তির মাধ্যমে এমন একটি স্মার্ট চশমা তৈরির পরিকল্পনা নেয়া হচ্ছে যেটি কোনো মানুষের মুখ দেখেই তার মনের অনুভূতিকে জানাতে পারবে। এটি জানতে পারবে শুধু পরিধানকারী।
২০১২ সালে মাইক্রোসফট এমন একটি প্যাটেন্টের জন্য আবেদন করেছিলো। যা সপ্তাহখানেক আগে পাওয়া গেছে।
জানা গেছে, আবেদনকৃত এ ডিভাইসের নাম দেয়া রয়েছে ‘আ ওয়্যারেবল ইমোশন ডিটেকশন ফিডব্যাক সিস্টেম’। এই স্মার্ট চশমা পরিধানকারী চাইলেই কোনো সুনির্দিষ্ট ব্যক্তি বা একদল মানুষের মনের অনুভূতি জানতে চাইতে পারেন স্মার্ট চশমাটির কাছে। সেক্ষেত্রে ওই ব্যক্তি বা ব্যক্তিদের অগোচরেই স্মার্ট চশমাটি তার বা তাদের মনের অনুভূতিকে শনাক্ত করে পরিধানকারীকে জানিয়ে দিতে পারবে।
এই কাজটির জন্য এই স্মার্ট চশমায় থাকছে ডেপথ ক্যামেরা এবং বিশেষ মাইক্রোফোন; যেগুলোর মাধ্যমে ছবি এবং শব্দ সংগ্রহ করবে স্মার্ট চশমাটি। এরপর সংগৃহীত ছবিতে চোখ ও মুখম-লের বিভিন্ন অংশের নড়াচড়া ও ইশারা এবং কথা বলার ধরণ, শব্দচয়ন প্রভৃতি তথ্যাদি বিশ্লেষণ করে এটি নির্ধারণ করবে ওই ব্যক্তির মনের ভাব। এই ভাব নির্ধারণের জন্য মাইক্রোসফটের বিশাল একটি ডাটাবেজও তৈরি রয়েছে বলে জানা গেছে। প্যাটেন্টপ্রাপ্তির খবর পাওয়া গেলেও মাইক্রোসফট আদৌ এটি তৈরি করবে কি না, সে প্রসঙ্গে সঠিক করে কিছু বলেনি। মাইক্রোসফটের একজন মুখপাত্র জানিয়েছেন, মাইক্রোসফট এমন অনেক প্যাটেন্টই লাভ করে থাকে; আর এগুলোর সবই বাণিজ্যিক পণ্যে রূপান্তরিত হয় না।