ফখরুলসহ ৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট

faqrul11বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৬ জনের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ডিবির পরিদর্শক এনামুল হক এ চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমান, আব্দুল্লাহ আল নোমান, মির্জা আব্বাস, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নীরব, হাবিব-উন-নবী খান সোহেল, সুলতান সালাহউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ ৩৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২ মার্চ বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে আসামিরা শান্তিনগর ও চামেলীবাগের টুইন টাওয়ারের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোর ঘটনায় পুলিশ বাদী হয়ে এ মামলাটি দায়ের করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.