লাদেনপূত্রকে ধরিয়ে দিলে ১০ লাখ ডলার দিবে যুক্তরাষ্ট্র।
দুর্ধর্ষ জঙ্গি নেতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনকে ধরিয়ে দেয়ার জন্য ১০ লাখ ডলার পুরষ্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। জিহাদের ক্রাউন প্রিন্স খ্যাত ৩০ বছর বয়সী হামজাই পিতার মৃত্যুর পর আল-কায়দার হাল ধরে। তবে বর্তমানে সে পালিয়ে রয়েছে। ধারনা করা হচ্ছে বর্তমানে সে পাকিস্তান বা আফগানিস্তানে লুকিয়ে আছে। এছাড়া, ইরানে গৃহবন্দী হয়ে থাকার কথাও শোনা যায়।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রনালয়ে জানিয়েছে, কেউ যদি হামজা বিন লাদেনের অবস্থান জানাতে পারে তাহলে তাকে ১০ লাখ ডলার পুরষ্কার দেয়া হবে। বর্তমানে আল-কায়দার প্রধান নেতা হামজা। ২০১৫ সালের পর থেকে সে ইন্টারনেটে অডিও ও ভিডিও বার্তা প্রকাশ করছে। এতে তার অনুসারিদের যুক্তরাষ্ট্র ও পশ্চিমা রাষ্ট্রগুলোতে হামলার নির্দেশ দেয়া হয়।
একইসঙ্গে এসব ভিডিও বার্তায় তার পিতা ওসামাকে হত্যার প্রতিশোধের প্রতিশ্রুতিও ব্যক্ত করে সে।
গত বছরের আগস্টে হামজা জানায় যে সে মোহাম্মদ আত্তার মেয়েকে বিয়ে করেছে। যুক্তরাষ্ট্রের টুইট টাওয়ারে হামলার অন্যতম হোতা ও প্লেন ছিনতাইকারী ছিল জিহাদি আত্তা। ধারনা করা হয় ওসামা বিন লাদেনের স্ত্রীদের মধ্যে খাইরিয়া সাবারের গর্ভে হামজার জন্ম। দুই বছর আগে যুক্তরাষ্ট্র হামজা বিন লাদেনকে কালো তালিকাভুক্ত করে।