নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি।
উত্তরের ইয়োবে প্রদেশের একটি বাস স্টেশনের বাজারে এ বোমা হামলার ঘটনা ঘটে।
স্থানীয় হাসপাতালের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইয়োবের দামাতুরুতে একটি বাস স্টেশনের বাজারে বোমা হামলা হয়েছে।
সাক্ষী ও স্থানীয় হাসপাতালের সূত্রে জানা গেছে, একটি অল্প বয়স্ক মেয়ের আত্মঘাতী বোমা হামলায় পূর্বাঞ্চলীয় নাইজেরিয়ার দামাতুরুর একটি বাস স্টেশনের বাজারে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩১ জন। আহতদেরকে কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাস স্টেশনের বাজারে বিস্ফোরণ ঘটানোর জন্য ১২ বছর বয়সী একটি মেয়ের জামাকাপড়ের ভেতর বিস্ফোরক ছিল বলে জানান সাক্ষী ডানবাবা এনগুরু।
দেশটির চরমপন্থী মুসলিম গোষ্ঠী বোকো হারাম এ ঘটনার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, উত্তর নাইজেরিয়ায় কট্টরপন্থী ইসলামিক অনুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ছয় বছর ধরে সশস্ত্র লড়াই করছে বোকো হারাম। এ লড়াইয়ে অন্তত ১৩ হাজার মানুষ নিহত হয়েছেন। ঘরছাড়া হয়েছেন ১৫ লাখ মানুষ।