সিরিয়ার প্রাচীনতম শহর পালমিরায় মাত্র কয়েক দিনে প্রায় তিন শ’ মানুষ নিহত হয়েছেন।
চরমপন্থী সশস্ত্র সুন্নি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সিরীয় সেনাবাহিনীর সংঘর্ষে এই প্রাণহানি হয়েছে।
সিরিয়ার একটি মানবাধিকার সংস্থা রবিবার এ তথ্য দিয়েছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
যুক্তরাজ্যভিত্তিক সিরীয় মানবাধিকার সংস্থা বলেছে, নিহতদের মধ্যে ১২৩ জন সৈনিক ও প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক রয়েছেন। সংঘর্ষে আইএসের ১১৫ যোদ্ধা নিহত হয়েছেন।
মানবাধিকার সংস্থাটি আরও জানিয়েছে, বিগত কয়েক দিনে পালমিরায় সংঘর্ষে অন্তত ৫৭ বেসামরিক মানুষ নিহত হন।
প্রসঙ্গত, ২০১১ সালের পর থেকে গৃহযুদ্ধ চলছে সিরিয়ায়। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, এই যুদ্ধে অন্তত দুই লাখ ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।