চবিতে দুই প্লাটুন পুলিশ মোতায়েন

cuচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে বাড়তি নিরাপত্তায় অতিরিক্ত দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ জানান, সব বিভাগের ক্লাস পরীক্ষা নিয়মিত রুটিন অনুসারে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার তদন্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন জানান, অতিরিক্ত দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শুক্রবার ছাত্রলীগ- শিবিরের মধ্যে সংর্ঘষে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.