সাইবার নিরাপত্তায় মার্কিন যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা

সাইবার নিরাপত্তায় মার্কিন যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা।

কম্পিউটার নেটওয়ার্ককে ‘বিদেশি প্রতিপক্ষ’ থেকে রক্ষা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসির খবরে বলা হয়েছে, এ-সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। যা মার্কিন কোম্পানি যারা বিদেশি টেলিকম ব্যবহার করেন তাদের জন্য কার্যকর হবে।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের এই আদেশের লক্ষ্য হলো ‘বিদেশি প্রতিপক্ষ’ থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করা।

ধারণা করা হচ্ছে, এর ফলে দেশটি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। তবে নির্দিষ্টভাবে কোনো কোম্পানির নাম উল্লেখ করা হয়নি।

বিশেষজ্ঞরা মনে করছেন, এটা প্রধানত চীনের টেলিকমিউনিকেশন কোম্পানি হুয়াওয়েকে লক্ষ্য করে করা হয়েছে।

এদিকে বেশ কয়েকটি দেশ উদ্বেগ প্রকাশ করে বলেছে, চীনের তৈরি কোম্পানি পণ্য নজরদারির জন্য ব্যবহার করা হতে পারে।

চীনের এই কোম্পানি যারা টেলিকম খাতের যন্ত্র তৈরির সবচেয়ে বড় কোম্পানি তারা অস্বীকার করে বলেছে তাদের কাজ কোনো ঝুঁকি তৈরি করছে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.