‘ইরানিদের যুদ্ধের হুমকি দেবেন না’
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। তিনি বলেছেন, ইরানিদের যুদ্ধের হুমকি দেবেন না। খবর রয়টার্সের।
এর আগে রোববার ট্রাম্প ইরানকে ‘শেষ করে দেওয়ার’ হুমকি দিয়ে টুইট করার পরে জাভেদ টুইটারে এসব মন্তব্য করেন।
টুইট বার্তায় ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেন, ‘যদি ইরান যুদ্ধ চায় তবে আনুষ্ঠানিকভাবে ইরানের সমাপ্তি হবে।’ এমন টুইটের জবাবে সোমবার জারিফ বলেন, প্রেসিডেন্টের ইতিহাসের দিকে তাকানো উচিত।
টুইটারে জারিফ বলেন, ‘হাজার বছর ধরে সব আক্রমণকারী নিশ্চিহ্ন হয়ে গেছে আর ইরানিরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ….সম্মান দেখানোর চেষ্টা করুন…এতে কাজ হয়!’
তিনি বলেন, আলেকজান্ডার, চেঙ্গিস খান এবং অন্যান্য আক্রমণকারীরা যা করতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প সেটা করার আশা করছেন। সহস্র বছর ধরে সব আক্রমণকারী নিশ্চিহ্ন হয়ে গেছে আর ইরানিরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অর্থনৈতিক সন্ত্রাস এবং গণহত্যার কটাক্ষ করে ইরানকে শেষ করা যাবে না।
জারিফ বলেন, ‘কখনো একজন ইরানিকেও হুমকি দেবেন না।’ এর আগে গত সপ্তাহে ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধ চান না।
কিন্তু রোববার ইরাকের রাজধানী বাগদাদের ‘গ্রিন জোনে’ রকেট নিক্ষেপের কয়েক ঘণ্টার মধ্যে ট্রাম্প হুমকি দিয়ে ওই টুইট করেন।
বাগদাদে মার্কিন দূতাবাস ভবন থেকে মাত্র আধা কিলোমিটার দূরের একটি ভবনে সেটি আঘাত করে।
যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইরাক থেকে তাদের কম গুরুত্বপূর্ণ কর্মীদের দ্রুত দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
ট্রাম্প ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে দেশটির ওপর কঠোর অর্থনেতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করার পর থেকেই ওয়াশিংটন-তেহরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে।
মে মাসে ওই নিষেধাজ্ঞা আরও জোরদার হলে উত্তেজনা চরমে পৌঁছায়। এর মধ্যেই পারস্য উপসাগরে বিমানবাহী রণতরী ও পারমাণবিক বোমা বহনে সক্ষম বি-৫২ বোমারু বিমান মোতায়েন করে যুক্তরাষ্ট্র।
তারপর থেকে পক্ষ দুটির মধ্যে যে কোনো সময় যুদ্ধ বেধে যেতে পারে আশঙ্কায় ওই অঞ্চলজুড়ে প্রবল উদ্বেগ দেখা দিয়েছে।