হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০৪ গ্রাম ওজনের ২টি স্বর্ণবারসহ মো. ইসমাইল হোসেন লিখন (২৬) নামে এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। গতকাল সোমবার সকাল ৭টার দিকে ১২ লাখ টাকা মূল্যের এ স্বর্ণবার জব্দ করা হয়।
এপিবিএন এর সহকারী জ্যেষ্ঠ পুলিশ সুপার আলমগীর হোসাইন শিমুল জানান, গতকাল সকাল ৬টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-০৮৭ ফাইট কুয়ালালামপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। সকাল ৭টার দিকে ইসমাইল হোসেন লিখন ২নং ক্যানোপি অতিক্রমের সময় সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। এ সময় তার দুপায়ের পাতার নিচে স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ২টি স্বর্ণবার জব্দ করা হয়। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।