চুক্তি ফলপ্রসূ না হলে চীনের আরও পণ্যের ওপর শুল্ক আরোপ

চুক্তি ফলপ্রসূ না হলে চীনের আরও পণ্যের ওপর শুল্ক আরোপ।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্তিভেন মানুচীন জানান চীনের প্রেসিডেন্ট শী জিনপিঙ্গের সঙ্গে বাণিজ্য চুক্তি ফলপ্রসূ না হলে প্রেসিডেন্ট ডনালড ট্রাম্প চীনের আরও অনেক পণ্যের ওপর শুল্ক আরোপ করতে খুশী হবেন। সি এনবি সি কে দেয়া এক সাক্ষাৎকারে মানুচিন বলেন, আমরা চুক্তির বিষয়ে অনেক দূর এগিয়েছিলাম কিন্তু চীন কিছু বিষয়ে পিছু হঠে যায়। তবে বেইজিং মানুচিনের এই মন্তব্যের অস্বীকৃতি জানায়।মানুচিন আরও জানান তারা আলোচনা বন্ধ রেখেছেন। আগামী পদক্ষেপ নির্ভর করছে এই মাসের শেষে জাপানের অসাকায় অনুষ্ঠিতব্য বিশ্ব নেতাদের G-20 সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট শী জিনপিং এর বৈঠকের ওপর।

মানুচিন বলেন, বৈঠকের পর শুল্ক আরোপের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সিধান্ত নেবেন। যুক্তরাষ্ট্র যেসব শর্তাবলী নিয়ে এগোতে চাইছে সেগুলো মেনে চীন যদি অগ্রসর হতে ইচ্ছুক হয় তাহলে একটি চুক্তি হবে। যদি চীন রাজি না হয় তাহলে আমরা শুল্ক আরোপের বিষয়ে অগ্রসর হবো।প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে ২০ হাজার কোটি টাকা মূল্যের চীনের পণ্যের ওপর শুল্ক আরোপ করেন। বর্তমানে অতিরিক্ত ৩২ হাজার পাঁচশো কোটি ডলার মূল্যের পণ্যের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত নির্ভর করছে বাণিজ্য চুক্তির ওপর। এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত সব চীনের পণ্য শুল্ক আরোপের আওতায় পড়বে। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতীর মধ্যে মাসের পর মাস বাণিজ্য চুক্তি নিয়ে দ্বন্দ্ব চলছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.