টাইগারদের পরের গন্তব্য সমারসেট

টাইগারদের পরের গন্তব্য সমারসেট।

দেখতে দেখতে চারটি ম্যাচ শেষ হয়ে গেলো বাংলাদেশের। বলতে গেলে অর্ধেক বিশ্বকাপই শেষ টাইগারদের। ৯ ম্যাচের মধ্যে আর বাকি রয়েছে ৫টি ম্যাচ। বৃষ্টি ভেজা ব্রিস্টল ছেড়ে এবার বাংলাদেশের পরবর্তী গন্তব্য সমারসেট। সেখানকার টনটন ক্রিকেট গ্রাউন্ডে ১৭ জুন বাংলাদেশ নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের।

সমারসেটের উদ্দেশ্যে আজই ব্রিস্টল ছেড়ে যাবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, আজ স্থানীয় সময় দুপুর ১টায় ব্রিস্টল থেকে সমারসেটের উদ্দেশ্যে রওয়ানা হবে মাশরাফি-সাকিবরা।
আজকের দিনটি বাংলাদেশের ভ্রমণেই কেটে যাবে। আগামীকাল, তথা বৃহস্পতিবারও পুরোপুরি রেস্ট ডে ক্রিকেটারদের। কোনো অনুশীলন রাখা হয়নি। টাইগাররা সমারসেটে অনুশীলনে নামবে ১৪ জুন, তথা শুক্রবার। সমারসেটের কাউন্টি ক্রিকটে গ্রাউন্ডের কম্যুনিটি কোচিং ক্লিনিকে দুপুর ২ থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুশীলন করবে বাংলাদেশ ক্রিকেট দল। ১৪, ১৫ এবং ১৬ তারিখ এই সূচিতেই চলবে টিম বাংলাদেশের অনুশীলন। ১৭ তারিখ ম্যাচ।

ইতিমধ্যে শেষ হওয়া চার ম্যাচের তিনটি গড়িয়েছে মাঠে। একটি (ব্রিস্টলে, মঙ্গলবার) ম্যাচ বৃষ্টির কারণে বাতিল করে দিতে হয়েছে। আড়ের তিন ম্যাচের মধ্যে লন্ডনের ওভালে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে হেরে যায় মাত্র ২ উইকেটে। তৃতীয় ম্যাচটি ছিল ইংল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচেও বড় ব্যবধানে হারে টাইগাররা। সেমিফাইনালে খেলার স্বপ্ন টিকিয়ে রাখতে হলে ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে বাংলাশকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.