২৫ কেনীয় পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে আল-শাবাব

kenya6সশস্ত্র সোমালীয় জঙ্গি সংগঠন আল-শাবাবের সামরিক শাখার মুখপাত্র শেখ আব্দিয়াসিস আবু মুসাব কেনিয়ার ২৫ জন পুলিশ কর্মকর্তাকে হত্যার দাবি করেছেন।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আজ (মঙ্গলবার) তিনি এ দাবি করেন। সোমালিয়ার সীমান্তবর্তী গ্যারিসার উত্তরে শহরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

এই গ্যারিসা শহরেই গত এপ্রিল মাসে ১৪৮ জন বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীকে হত্যা করেছিল জঙ্গি সংগঠনটি।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার গ্যারিসার ৭০ কিলোমিটার উত্তরে অবস্থিত ইউম্বিস গ্রামে আল-শাবাব জঙ্গিরা হামলা চালিয়ে ২০ জন পুলিশ কর্মকর্তাকে হত্যা করে। এছাড়া জঙ্গিদের পুঁতে রাখা একটি ল্যান্ডমাইন বোমার আঘাতে সড়ক ধরে চলতে থাকা একটি পুলিশী যান বিস্ফোরিত হলে আরো কয়েকজন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়।

এছাড়াও নিহত পুলিশ কর্মকর্তাদের কাছে থাকা অস্ত্র লুট এবং পুলিশের পাঁচটি যানবাহন পোড়ানোর কথাও জানান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.