‘পাকিস্তান সিরিজ না খেলায় এবি ডি ভিলিয়ার্সকে বিশ্বকাপ খেলতে দেয়া হয়নি’
অবসর ভেঙে বিশ্বকাপে খেলতে চেয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটিং দানবকে বিশ্বকাপ দলে না নেয়ার কারণ ব্যাখ্যা করেছেন কোচ ওটিস গিবসন।
ইএসপিএনক্রিকইনফোকে দক্ষিণ আফ্রিকার কোচ ওটিস গিবসন বলেন, যেদিন বিশ্বকাপের দল ঘোষণা হওয়ার কথা, সেদিন সকালে ও অথবা তার আগের রাতে ভিলিয়ার্স আমাকে ফোন করেছিল। তার আগে অবশ্য অনেক ঘটনা ঘটে গেছে। ওকে আগেই জানানো হয়েছিল যে বিশ্বকাপ খেলতে চাইলে পাকিস্তান আর শ্রীলঙ্কা সিরিজে খেলতে হবে। ও যে খেলেনি, তা আপনারা জানেন।
গিবসন আরও বলেন, গত ১২ ডিসেম্বরে সুপারস্পোর্ট পার্কে একটি ম্যাচে ও টস করছিল আর আমি মাঠে একটা ইন্টারভিউ দিচ্ছিলাম। তখনই জিজ্ঞেস করলাম অবসর ভেঙে আবার খেলায় ফেরার ইচ্ছা আছে কিনা ও আমাকে বলল, ‘না, আমি অবসর জীবন নিয়ে খুশি।’
দক্ষিণ আফ্রিকার কোচ আরও বলেন, গত বছর মে মাসে যেদিন ও চূড়ান্তভাবে অবসরের সিদ্ধান্ত জানাল, সেদিনও ওকে বললাম, এটা হয়ত ঠিক করছ না, তুমি আমাদের বিশ্বকাপ জিততে সাহায্য করতে পার। কিন্তু ও সিদ্ধান্তে অনড় ছিল। বলল, পরিবারের সঙ্গে আরও সময় কাটাতে চাই। এরপর তো আর কিছু বলা যায় না।
তিনি আরও বলেন, যেদিন ও অবসর নিল, তারপর থেকে মিডিয়া ওর ব্যাপারে আমাকে প্রশ্নও করেনি। এই তো, বিশ্বকাপের আগে কেপটাউনে আমি একটা সাক্ষাতকার দিলাম। এবি নিয়ে কেউ একটাও প্রশ্ন করল না। অথচ বিশ্বকাপ মাঠে গড়ানোর পর সবাই বলতে শুরু করেছে যে এবিই আমাদের ত্রাণকর্তা। আরে ভাই লোকটা এক বছর আগে অবসর নিয়েছে। আর আমরাও ওকে ছাড়া ভাবতে, প্ল্যান করতে শিখেছি এই এক বছরে। তারপর হঠাৎ দল ঘোষণার আগের দিন যদি বলে খেলব, অদ্ভুত লাগবে না?
বিশ্বকাপে পরপর তিনটি ম্যাচে পরাজয়ের পর সমর্থকদের অনেকেই দাবি তুলেছেন এবি ডি ভিলিয়ার্সকে দক্ষিণ আফ্রিকার দলে ফেরানোর।
এ ব্যাপারে কোচ বলেন, যা করেছে, করেছে, তাতে আমাদের কিছু যায় আসে না। অবসরের পর থেকে যতবার জিজ্ঞেস করেছি বলেছে- রিটায়রমেন্ট নিয়ে খুশি। আসলে কী জানেন তো? এবি নিজে ফিরতে চায়, মানছি। কিন্তু ও ফিরুক, সেটা বাকিরা হয়ত ওর থেকেও বেশি চায়। কিন্তু ও এখন অন্য জগতে বাস করে, যা প্রাণে চায় তাই করে। ওর যদি সত্যিই বিশ্বকাপ খেলার আগ্রহ থাকত, তাহলে আজ এখানে দলের সঙ্গেই থাকত।