যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নেটওয়ার্কে ঢুকে পড়েছে ইরান!
গত কয়েকমাস ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা চলেছে। দু’দেশের মধ্যে নিয়মিতই চলছে হুমকি-পাল্টা হুমকি। এরই মধ্যে ইরানের প্রভাব ঠেকাতে মধ্যপ্রাচ্যে দু’দফায় মার্কিন সেনা বাড়ানো হয়েছে।
তবে এবার সাইবার আক্রমণে যুক্তরাষ্ট্রেকে চেপে ধরেছে ইরান। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্বৃতি দিয়ে সিএনএন ও দেশটির সংবাদমাধ্যম আইআরআই এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, ইন্টারনেটে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নেটওয়ার্কের সেইফ সিস্টেমে ঢুকে পড়েছে ইরানি সাইবার যোদ্ধারা। সাইবার জগতে ইরানের এই আক্রমণে হুমকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, ইরানের গোয়েন্দা বাহিনী ইন্টারনেটে যুক্তরাষ্ট্রের সেইফ সিস্টেমের ভেতরে ঢুকেছে।
মার্কিন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও তাদের গুপ্তচরেরা বিপদের মুখে পড়েছে বলে ইঙ্গিত দেয়া হয়েছে। ইরানসহ আরও কয়েকটি দেশে এসব গুপ্তচরবৃত্তির কাজ করছিল বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের।
এদিকে ইরানের বিরুদ্ধে সক্রিয় থাকা একটি বড় ধরনের মার্কিন গুপ্তচর নেটওয়ার্ক গুড়িয়ে দেয়ার দাবি করেছে দেশটির গোয়েন্দারা।
মঙ্গলবার ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র একটি বিশাল নেটওয়ার্ককে বানচাল করে দিয়েছেন ইরানি গোয়েন্দারা।