ঢাকা: মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার শামসুদ্দোহা মারা গেছেন।
বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গত ২৪ মে ভোররাত চারটার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় ডেইল এলাকা থেকে শামসুদ্দোহাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, শামসুদ্দোহাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২৫ মে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানায়, ঢাকা মেডিকেল কলেজের মর্গে শামসুদ্দোহার লাশের ময়না তদন্ত হবে।
এর আগে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ২১ মে কক্সবাজারের মহেশখালী উপজেলার ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ওই দিন ওসমান গনি, জিন্নাত আলী ও নুরুল ইসলাম নামের তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২২ মে আরেক আসামি বাদশা মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। ২৪ মে ভোররাতে শামসুদ্দোহাকে গ্রেপ্তার করা হয়। ট্রাইব্যুনাল তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরোয়ানা জারি হওয়া ওই ১৬ জনের নাম বলতে রাজি হননি রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। তবে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের একটি মামলার তদন্ত করতে গিয়ে প্রথমে কক্সবাজারের তিনজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়। পরে ওই মামলা তদন্তের সূত্র ধরে মহেশখালীতে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে ৭৫ জনের জড়িত থাকার তথ্য মেলে। ৭৫ জনের মধ্যে ৩২-৩৩ জন মারা গেছেন। অন্যদের নাম-পরিচয় বের করা হয়েছে। এর মধ্যে ১৬ জনের বিরুদ্ধে অভিযোগের সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ মিলেছে। এ জন্য ওই ১৬ জনকে গ্রেপ্তারের আবেদন করে রাষ্ট্রপক্ষ।