কলম্বিয়ায় ৫ ফার্ক বিদ্রোহী নিহত

index 20_82058ফার্ক বিদ্রোহীদের বিরুদ্ধে সেনা কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সামরিক বাহিনীর অভিযানে সোমবার অন্তত ৫ ফার্ক বিদ্রোহী নিহত হয়েছে। এ ঘটনা বিদ্রোহী সংগঠনটির সঙ্গে সরকারের চলমান শান্তি আলোচনাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।

বুধবার বার্তা সংস্থা এএফপি জানায়, প্রত্যন্ত চোকো এলাকায় এই বোমা হামলায় বিদ্রোহী যোদ্ধারা নিহত হয়। তবে হামলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

হাভানায় রিভোল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক)-এর সঙ্গে সরকারের দ্বিপক্ষীয় শান্তি আলোচনা অব্যাহত থাকলেও সাম্প্রতিক দিনগুলোতে সরকারি বিদ্রোহী সংগঠনটির ওপর সামরিক হামলা চালিয়ে আসছে।

প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্টোস গত মাসে বিদ্রোহী সংগঠনটির ওপর বিমান হামলার নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর এটাই সবচেয়ে বড় ধরনের হামলার ঘটনা।

এ পর্যন্ত বিদ্রোহীদের ওপর সেনাবাহিনীর চলমান অভিযানে ৪০ বিদ্রোহী নিহত হয়েছে।

গত সপ্তাহে সেনাবাহিনীর হামলায় ২৬ বিদ্রোহী নিহত হওয়ার পর ফার্ক শুক্রবার অস্ত্র বিরতি প্রত্যাহার করে এবং উভয়পক্ষের মধ্যে শান্তি আলোচনা স্বল্প সময়ের জন্য স্থগিত হয়ে যায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.