পারস্য উপসাগরে তেলের জাহাজকে নিরাপত্তা দেবে না মার্কিন যুক্তরাষ্ট্র।
পারস্য উপসাগরে তেলের জাহাজকে নিরাপত্তা দেবে না মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার টুইট বার্তায় এমনটাই জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওই টুইটে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, অন্য দেশগুলোর উচিত পারস্য উপসাগরে নিজেদের তেল চালানে নিরাপত্তা দেওয়া। ইরানের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ‘কোনো পারমাণবিক অস্ত্র এবং সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা হিসেবে সংজ্ঞায়িত করবে না’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথক দুই টুইট বার্তায় এসব কথা বলেন।
টুইটে ট্রাম্প আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পারস্য উপসাগরের প্রয়োজন নেই। কারণ এটি বিশ্বের বৃহত্তম শক্তির উৎপাদক হয়ে উঠেছে। সুতরাং কেনো আমরা জাহাজ চলাচল পথে অন্য দেশের (অনেক বছর ধরে) জন্য বিনা প্রতিদানে নিরাপত্তা দেব। সব দেশের উচিত নিজেদের জাহাজের নিরাপত্তা দেওয়া। সব সময় কি বিপজ্জনক যাত্রা হয়েছে!