ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ নিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ নিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ হলে তা দীর্ঘস্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। খবর আল আরাবিয়ার।
সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, ইরানের সঙ্গে যুদ্ধ কি খুব শিগগির বেধে যাবে? উত্তরে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি আশা করি এমনটি হবে না, কিন্তু যদি যুদ্ধ বেধে যায়, তা হলে আমাদের ভালোই প্রস্তুতি রয়েছে।
তিনি বলেন, আমি সৈন্য নামানোর কথা বলছি না। আমি শুধু এতটুকু বলতে চাই- যদি এমন কিছু হয়, তা হলে সেটি দীর্ঘস্থায়ী হবে না।
ইরানের সঙ্গে যুদ্ধ এড়ানোর চেষ্টা করছেন বলেও ওই সাক্ষাৎকারে জানান মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে ‘মার্কিন প্রশাসন বুদ্ধিপ্রতিবন্ধিতায় আক্রান্ত হয়েছে’- ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির এমন বক্তব্যে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
টুইটারে দেয়া এক পোস্টে ইরানের বিবৃতিকে ‘মূর্খতা ও অপমানজনক’ উল্লেখ করে ট্রাম্প বলেন, ইরানের নেতারা যে বাস্তবতা বোঝেন না, রুহানির কথাতেই তা বোঝা যায়।
এ সময় মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার জন্য ইরানকে দায়ী করেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.