আজ ইংল্যান্ড হারলে পাকিস্তান সেমিফাইনালে খেলবে!

আজ ইংল্যান্ড হারলে পাকিস্তান সেমিফাইনালে খেলবে !
বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে লড়ছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। এ ম্যাচে যে জিতবে তারাই সেমিফাইনালে চলে যাবে। হারলে উভয় দলের অপেক্ষা বাড়বে।

৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে নিউজিল্যান্ড। স্বাভাবিকভাবেই এ ম্যাচ জিতলে সেমির টিকিট পাবে তারা। অবশ্য হেরে গেলেও সম্ভাবনা থাকবে। এক্ষেত্রে তাদের নজর রাখতে হবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে। টাইগারদের জয় প্রত্যাশা করতে হবে কিউইদের।

ওই ম্যাচে মাশরাফি-সাকিবরা জিতে বিনা হিসাবে শেষ চারে যাবে নিউজিল্যান্ড। কারণ, বাংলাদেশের পয়েন্ট হবে ৯, পাকিস্তানেরও তা-ই। তবে সরফরাজরা জিতে গেলে তাদের সঙ্গে রান রেটের হিসাবে যেতে হবে ব্ল্যাক-ক্যাপসদের। কারণ, তখন পাক ব্রিগেডেরও পয়েন্ট হবে ১১। অবশ্য এত হিসাবে যেতে চায় না উইলিয়ামসন বাহিনী। ইংল্যান্ডকে হারিয়েই সেকেন্ড ফাইনালের টিকিট কাটতে মরিয়া তারা।

১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে ইংলিশরা। নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে জিতলে শেষ চারের ছাড়পত্র পাবে তারাও। তবে হেরে গেরে গেলেও তাদের সম্ভাবনা থাকবে। তখন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে চোখ রাখতে হবে। পাশাপাশি চোখ রাখতে হবে ভারত-শ্রীলংকা দ্বৈরথেও।

প্রত্যাশিতভাবেই এ দুই ম্যাচে বাংলাদেশ ও ভারতের জয় চাইবে ইংল্যান্ড। পাকিস্তানকে হারালেও টাইগারদের পয়েন্ট দাঁড়াবে ৯। সরফরাজদেরও তা-ই। এক্ষেত্রে বিনা হিসেবে সেমিফাইনাল খেলবে মরগানের নেতৃত্বাধীন ইংল্যান্ড। তবে নিউজিল্যান্ডের কাছে যদি ইংলিশরা পরাজিত হয় তখন পাকিস্তানের জন্য সমীকরণ অনেকটাই সহজ হয়ে যাবে। বাংলাদেশকে হারিয়ে দিতে পারলে কোনো সমীকরণ ছাড়াই সেমিতে পা দেবে পাকিস্তান।

সর্বোপরি, নিউজিল্যান্ডকে হারাতে না পারলে এবং বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে জিতে গেলে ভারত-শ্রীলংকা ম্যাচে সুদূর দৃষ্টি রাখতে হবে ইংল্যান্ডকে। লংকার বিরুদ্ধে টিম ইন্ডিয়া জিতে গেলে সরাসরি সেকেন্ড ফাইনালে খেলার ছাড়পত্র পাবে ইংলিশরা। তবে ভারতের বিপক্ষে জয় পেলে লংকানদের পয়েন্ট হবে ১০। সেক্ষেত্রে সেমির দৌড়ে তখন ইংল্যান্ড-শ্রীলংকার রানরেট দেখা হবে। যারা এগিয়ে থাকবে তাদেরই স্বপ্নপূরণ হবে।

অর্থাৎ আজ (৩ জুলাই) চেস্টার লি স্ট্রিটে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড হারলে সেমিফাইনালে খেলার সম্ভাবনা থাকবে পাকিস্তানের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.