বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডে এই প্রথম কোনো নারীকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। সম্প্রতি অধ্যাপক লুইস রিচার্ডসনকে (৫৬) পরবর্তী উপাচার্য হিসেবে মনোনীত করেছে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ। খবর গার্ডিয়ানের।
লুইস বর্তমানে যুক্তরাষ্ট্রের সেন্ট আন্দ্রেস বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল ও উপাচার্যের দায়িত্ব পালন করছেন। এর আগে বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি।
আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করা লুইস যুক্তরাষ্ট্রে পড়ালেখা করেন। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করা লুইসের গবেষণার বিষয় ছিল সন্ত্রাসবাদ।
১০৯৬ সালে অক্সফোর্ডে পড়ালেখার প্রমাণ পাওয়া যায়। ১২৩০ সালে বিশ্ববিদ্যালয়টিতে প্রথম উপাচার্য নিয়োগ দেওয়া হয়।
৩৮টি কলেজিয়েট ও কয়েকটি ইনস্টিটিউট নিয়ে গঠিত ইংরেজিভাষীদের সবেচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড। ঐতিহ্যবাহী এ বিশ্ববিদ্যালয়টির কোনো প্রধান ক্যাম্পাস নেই।
১৮৭৫ সালে বিশ্ববিদ্যালয়টিতে নারীদের শিক্ষাগ্রহণের অনুমোদন দেওয়া হয়।