চীনে ঝড়ের কবলে পড়ে ৪৫০ যাত্রী নিয়ে জাহাজডুবি: উদ্ধার ১০

chin_82809দক্ষিণ চীনের ইয়াংজি নদীতে ৪৫০ জন যাত্রী নিয়ে ঝড়ের কবলে পড়ে একটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। এপর্যন্ত ৮ জন যাত্রীকে উদ্ধার করেছে এবং বাকীদেরকেও বিভিন্নভাবে উদ্ধারে কাজ করছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে এঘটনার পর চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং ঘটনাস্থলে গিয়েছেন।

সোমবার চীনের স্থানীয় সময় রাত ৯ টা ২৮ মিনিটে জাহাজটি পূর্বাঞ্চলীয় নানজিং সিটি থেকে ভ্রমন করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ছিনকিন শহলে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে ডুবে যায় বলে নৌবাহিনীর একটি সূত্র জানিয়েছে। চীনের ওই ইয়াংজি নদী সবচেয়ে বড় নদী বলেও ‍জানিয়েছে নৌবাহিনীর প্রশাসনিক একজন কর্মকর্তা।

চীনের সংবাদ মাধ্যম জিনহুয়া জানিয়েছে, জাহাজটিতে ৪০৫ জন চীনা যাত্রী, পাঁচটি ট্রাভেলিং এজেন্সির কর্মকর্তা এবং ৪৭ জন ক্রো ছিলেন।

জাহাজটির কেপ্টেন এবং প্রধান প্রকৌশলীর উদ্বৃত দিয়ে বলা হয়েছে যে, ঘুর্ণিঝড়েরর কবলে পড়ে জাহাজটি দ্রুত ডবে যায়।

আরো বলা হয়েছে, উদ্ধার কাজ চলছে। ঘটনাস্থলে প্রচন্ড বাতাস বইছে এবং ভারী বৃষ্টিপাতারে কারণে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে।

চারতলার এই জাহাজটি যে ইয়াংজি নদীতে ডুবেছে সেটা চীনের হুবেই প্রদেশের জিয়ানলি কাউন্টিতে অবস্থিত। এখানের পানির গভীরতা ১৫ মিটার।

প্রধানমন্ত্রী লি কেকিয়াং রাষ্ট্রীয় কাউন্সিলের একটি টিমকে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য নির্দেশ দিয়েছেন বলেও দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জিনহুয়া জানিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.