‘ফাতিকে নিজের মতো করে গড়ে তুলতে চাই’

‘ফাতিকে নিজের মতো করে গড়ে তুলতে চাই’

১৬ বছর বয়সী আনসু ফাতিকে নিজের মতো গড়ে তুলতে চান আর্জেন্টাইন ফুটবল জাদুঘর ও বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। তাই এখনই যেন ফাতিকে অত্যধিক প্রত্যাশার চাপের বোঝা বইতে না হয় তা নিয়েও সতর্ক করে দিলেন মেসি।

ফিফা ম্যাগাজিনকে বার্সেলোনা অধিনায়ক বলেন, ‘আমি তাকে (ফাতি) খুব পছন্দ করি এবং চেষ্টা করি তাকে সাহায্য ও সমর্থন করতে। সে দু্র্দান্ত এক ফুটবলার এবং সফল হওয়ার জন্য যা দরকার তা তার আছে।’

তিনি আরো বলেন, ‘তবে আমি যদি নিজের পরিপ্রেক্ষিতে দেখি, আমি তাকে নিজের মতো করে গড়ে তুলতে চাই যেভাবে বার্সেলোনা আমাকে গড়ে তুলেছে। চাপবিহীন থেকে সবকিছু শান্ত ও ভালোভাবে করে যেতে হবে।’

এ সময় ফাতির বয়সটা স্মরণ করিয়ে দিয়ে লিওনেল মেসি বলেন, ‘আমাদের ভুললে চলবে না যে তার এখনও ১৬ বছর। তার অবশ্যই এখন ফুটবল উপভোগ করে যাওয়ার সময় এবং নিশ্চিত করতে হবে যে চারপাশের কোলাহল যেন তার ওপর কোনো নেতিবাচক প্রভাব না ফেলে। কারণ সেরা ফুটবলার হওয়ার জন্য তার মধ্যে সব গুণাগুণ রয়েছে।’

উল্লেখ্য, আফ্রিকান দেশ গিনিতে আনসু ফাতির জন্ম। মাত্র ছয় বছর বয়সে তিনি গিনি ছেড়ে পরিবারের সঙ্গে স্পেনে চলে আসেন। তারপর যোগ দেন লা মাসিয়ায়। সেখান থেকেই ধীরে ধীরে আজকের অবস্থানে ১৬ বছর বয়সী ফাতি। মেসি চান বার্সেলোনা তাকে যেভাবে তৈরি করেছে ফাতির ক্ষেত্রেও যেন তাই হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.