আইপিএলে পাঞ্জাবের কোচ হলেন অনিল কুম্বলে।
দুই বছর পর কোচিংয়ে ফিরলেন অনিল কুম্বলে। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পাঞ্জাবের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ভারতীয় স্পিনার। একই সঙ্গে ক্রিকেট অপারেশনসের ডিরেক্টরের দায়িত্বও পালন করবেন তিনি।
ফ্র্যাঞ্চাইজিটির যৌথ মালিক নেস ওয়াদিয়া বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন। পাঞ্জাব কুম্বলের অধীনে ভালো করবে বলে আশাবাদী তিনি।
‘কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ হিসেবে আমাদের পছন্দ কুম্বলে। তার ক্রিকেটীয় ও কোচিং সামর্থ্য সম্পর্কে বিশ্বের সবাই জানে। তিনি খুব শান্ত মেজাজের মানুষ। আইপিএলে তার অভিজ্ঞতা অনেক। এর আগে দুটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেছেন, ছিলেন ভারতীয় দলেও। আমরা নিশ্চিত তার অধীনে কিংস ইলেভেন ভালো করবে’- বলেন ওয়াদিয়া।
এই নিয়ে পাঁচ মৌসুমে পাঁচজন কোচ নিয়োগ দিল পাঞ্জাব। গত মৌসুমে পাঞ্জাবের দায়িত্ব পালন করেন নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন।
কুম্বলে ২০১৬-১৭ সালে ভারতের কোচ ছিলেন। এই নিয়ে তৃতীয়বারের মতো তিনি আইপিএল দলের সঙ্গে যুক্ত হলেন। ২০০৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলোয়াড় হিসেবে শুরু করে পরে দলটির অধিনায়ক হন। এরপর একই দলের পরামর্শকের দায়িত্ব পান।
২০১৩ সালে তিনি একই দায়িত্ব নিয়ে যোগ দেন মুম্বাই ইন্ডিয়ান্সে। ২০১৫ সালে ছাড়েন সেই দায়িত্ব। এরপর কোচ হন ভারতের। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির পর ভারত দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি।