ক্রিকেটারদের যেকোনো সমস্যার সমাধান প্রধানমন্ত্রী করেন: ওবায়দুল কাদের

ক্রিকেটারদের যেকোনো সমস্যার সমাধান প্রধানমন্ত্রী করেন: ওবায়দুল কাদের।

‘ক্রিকেটারদের সঙ্গে আমাদের নেত্রীর (প্রধানমন্ত্রী) ঘনিষ্ঠ সম্পর্ক। তারা পরিবারের সদস্যের মতো। ক্রিকেটারদের যেকোনো সমস্যায় তারা নেত্রীর দ্বারস্থ হন, তিনি সমাধান করেন। এখানে যেহেতু সমস্যা হয়েছে, এতে কারো কোনো অশুভ উদ্দেশ্য আছে কি না তা খুঁজে দেখা হচ্ছে।’

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।

ক্রিকেটারদের ধর্মঘট বিষয়ে তিনি বলেন, বিষয়টির শান্তিপূর্ণ ও সম্মানজনক সমাধান হয়েছে। আমার সঙ্গে সাকিব আল হাসানের কথা হয়েছে। সে সমাধানে সন্তুষ্ট হয়েছে। দেরিতে হলেও সমাধান হওয়ায় পুরো জাতি স্বস্তি পেয়েছে।

ক্যাসিনোবিরোধী অভিযানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে আটক করে র‌্যাব। ক্যাসিনোকাণ্ডের পর ক্রিকেট বোর্ডে পরিবর্তন হবে কি না? এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পরিবর্তনের প্রয়োজন আছে কি না, এটা ক্রীড়া মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী জানেন। আমি ব্যক্তিগতভাবে মন্তব্য করতে চাই না। অপকর্ম করলে তাকে তো শাস্তি পেতেই হবে।

চলমান শুদ্ধি অভিযানের পর আওয়ামী লীগের নেতৃত্বে কারা আসবেন, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের পরিচ্ছন্ন ভাবমূর্তি আছে, এমন নেতাদেরই নতুন নেতৃত্বে প্রোভাইড করতে চাই। প্রধানমন্ত্রীর নির্দেশে সেটা করছি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.