শুক্রবার দেশে আসছেন ড্যানিয়েল ভেট্টরি।
বাংলাদেশের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি আগামীকাল শুক্রবার আসছেন। ভারত সফরকে সামনে রেখে আগামীকাল থেকে তিনি তার শিষ্যদের প্রস্তুত করবেন। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘আসন্ন ভারত সফরের জন্য আগামীকাল থেকে আমাদের ক্যাম্প শুরু হচ্ছে। আমরা আশাবাদী কোচিং স্টাফের সকলেই সকালের মধ্যে এখানে চলে আসবে। বেলা ৩টা নাগাদ আমাদের কোচিং ক্যাম্প শুরু হবে। প্রথমবারের মতো ভেট্টরি আমাদের এখানে আসছেন। উনি আগামীকাল শুক্রবার সকালে আসবেন। কালকে থেকে শুরু হওয়া ক্যাম্পে সবাইকে পাওয়া যাবে।’
দাবি-দাওয়া নিয়ে খেলোয়াড়রা ধর্মঘট করলেও ৩০ তারিখই ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে ক্রিকেটাররা। এমনটাই জানিয়েছেন তিনি। তামিম ইকবালের ভারত সফর নিয়ে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। অবশ্য এ বিষয়ে কিছু বলেননি নিজাম উদ্দিন চৌধুরী, ‘এই বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। এই বিষয়ে কোনো পরিবর্তন বা ফরমাল সিদ্ধান্ত হলে তখনই আমরা বলতে পারব। এর আগে কিছু বলা সম্ভব না। যেহেতু সিদ্ধান্ত হয়নি তাই এই বিষয়ে বাড়তি কিছু বলা ঠিক হবে না।’
বাংলাদেশের খেলোয়াড়দের ধর্মঘটের বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছিল ভারতের গণমাধ্যম। ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড কোনো রিঅ্যাকশন জানিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এই ঘটনায় ভারতের পক্ষ থেকে কোনো রিঅ্যাকশন আমরা পাইনি। আমরা আশাবাদী ছিলাম যথাসময়েই আমাদের ক্যাম্প শুরু হবে। সেভাবেই জিনিষগুলো এগোচ্ছে।’