ভারত সফরে নেই তামিম ইকবাল

ভারত সফরে নেই তামিম ইকবাল।

শোনা যাচ্ছিল, ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারবেন না তামিম ইকবাল। খেলবেন দুই টেস্ট ম্যাচ।

কিন্তু শনিবার বিসিবি জানাল, টি-টোয়েন্টির পর তামিমকে পাওয়া যাবে না টেস্ট সিরিজেও। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

পারিবারিক কারণে ভারত সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন অভিজ্ঞ ওপেনার। এই নিয়ে টানা দুই সিরিজ মিস করতে যাচ্ছেন তামিম।

বিশ্বকাপের পর তামিমের নেতৃত্বে বাংলাদেশ গিয়েছিল শ্রীলঙ্কা সফরে। এরপর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট এবং জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না দেশসেরা ওপেনার। টানা খেলার ওপর থাকায় তামিম বিশ্রাম নিয়েছিলেন।

ভারত সফর দিয়ে তামিমের মাঠে ফেরার কথা ছিল। সেভাবেই প্রস্তুতি নিচ্ছিলেন। খেলেছিলেন ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডও। কিন্তু গুরুত্বপূর্ণ ভারত সফরে বাংলাদেশ পাচ্ছে না তামিমকে।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে তামিম ছুটি চেয়েছেন। বিসিবিও তার ছুটি মঞ্জুর করেছে। আগামী দুই-তিন দিনের মধ্যে তামিম উড়ে যাবে ব্যাংককে। অন্তত দুই-তিন সপ্তাহ তামিম ক্রিকেট থেকে বাইরে থাকবেন।

ভারত সফর সামনে রেখে শুক্রবার শুরু হওয়া প্রস্তুতি ক্যাম্পের প্রথম দিন ছিলেন তামিম। তবে কোনো অনুশীলন করেননি। শনিবার তামিমকে মাঠে দেখা যায়নি। তার পরিবর্তে টি-টোয়েন্টি দলে কাকে নেওয়া হবে, তা এখনো ঘোষণা করেনি বিসিবি। তবে ইমরুল কায়েসকে ব্যাকআপ হিসেবে প্রস্তুত করা হচ্ছে। টানা দুদিন ইমরুল দলের সঙ্গে অনুশীলন করেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.