জ্লাতান ইব্রাহিমোভিচকে নিয়ে নেতিবাচক মন্তব্য মালদিনির।
জ্লাতান ইব্রাহিমোভিচকে ‘ভীতু’ বলার আগে চরম শত্রুও দু’বার ভাববেন। সেই দুঃসাহসই কি না দেখালেন এসি মিলান কিংবদন্তি পাওলো মালদিনি! আত্মদম্ভী সুইডিশ তারকাকে অবশ্য সরাসরি ভীতু বলেননি তিনি। ৩৮ বছর বয়সে সেরি-এ লিগে ফেরার চ্যালেঞ্জ ইব্রা নেবেন কি না সেই প্রসঙ্গে কথাটা বলেছেন মালদিনি।
মার্কিন ক্লাব এলএ গ্যালাক্সির সঙ্গে ইব্রার চুক্তি এ বছরই শেষ হয়ে যাচ্ছে। জোর গুঞ্জন, আগামী জানুয়ারিতে ইতালির ক্লাব নাপোলিতে যোগ দিতে পারেন তিনি। বর্ণময় ক্যারিয়ারে ইতালির বড় তিন ক্লাব জুভেন্টাস, ইন্টার মিলান ও এসি মিলানে খেলেছেন ফুটবল সুপারস্টার।
আবার ইব্রাকে সেরি-এ লিগে পেলে খুশিই হবেন এসি মিলানের বর্তমান পরিচালক মালদিনি। কিন্তু সুইডিশ ফুটবলার সত্যিই ইতালিতে ফিরবেন কি না, এ নিয়ে যথেষ্ট সন্দিহান তিনি।
ইতালিয়ান কিংবদন্তি বলেন, ইব্রাকে সেরি-এ লিগে ফিরে পাওয়াটা হবে স্বপ্নের মতো। কিন্তু আমার ধারণা, তার মনে একটা ভয় কাজ করতে পারে। সে ভাবতে পারে এই বয়সে চিরচেনা দাপুটে রূপে আর ফিরতে পারবে না। ও হয়তো বেঞ্চে বসে থাকাটা মেনে নিতে পারবে না।