‘কাপুরুষ এবং কুকুরের মতো মারা গেছে বাগদাদি’

‘কাপুরুষ এবং কুকুরের মতো মারা গেছে বাগদাদি’

সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন বাহিনীর অভিযানে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদি নিহত হয়েছেন বলে নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আইএস নেতা বাগদাদি কুকুরের মতো এবং একজন কাপুরুষের মতো মারা গেছেন।

ট্রাম্প বলেন, নিজের শরীরে পরিহিত একটি বিস্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটিয়ে মারা যান আইএস নেতা বাগদাদি। বিস্ফোরণে তিন শিশুও মারা গেছে।

তিনি বলেন, মার্কিন বিশেষ বাহিনী শনিবার রাতে একটি বিপজ্জনক এবং সাহসী অভিযান পরিচালনা করেছে। সিরিয়ার উত্তরাঞ্চলে রাজকীয় ধাঁচে তাদের অভিযান সম্পন্ন করে মার্কিন বাহিনী। মার্কিন কর্মকর্তারা অবিশ্বাস্য অভিযান শেষ করেছে।

ট্রাম্প বলেন, বাগদাদির মৃত্যু কয়েক বছর ধরে ক্রমাগত কোণঠাসা হতে থাকা আইএসের জন্য আরেকটি বড় পরাজয়। চলতি বছরের মার্চে সিরিয়ায় বিশাল ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারায় আইএস।

উল্লেখ্য ২০১১ সালে জঙ্গিগোষ্ঠী তালেবানের প্রধান ওসামা বিন লাদেনকে হত্যার পর আইএসের শীর্ষ নেতা বাগদাদিকে হত্যার দাবি করলো যুক্তরাষ্ট্র। অতীতেও কয়েকবার আইএসের এই শীর্ষ নেতাকে হত্যার দাবি করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু পরে সিরিয়া ও ইরাকভিত্তিক এই জঙ্গিগোষ্ঠী ভিডিও বার্তায় বাগদাদির মৃত্যুর খবরকে গুজব বলে উড়িয়ে দেয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.