‘আইএস-এর নতুন প্রধানকেও আমরা চিনি’

‘আইএস-এর নতুন প্রধানকেও আমরা চিনি’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসলামিক স্টেটের নতুন নেতাকে আমরা ভালোভাবেই চিনি। যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানে আইএস প্রধান আবু বকর আল-বাগদাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নতুন প্রধান হিসেবে আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরাইশির নাম ঘোষণা করার পর এমন তথ্য দিলেন ট্রাম্প।

গতকাল শুক্রবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘নতুন একজন নেতা নির্বাচিত করেছে আইএস। তাদের এই নেতা আসলে কে তা আমরা ভালো করেই জানি। তবে মার্কিন সামরিক কর্মকর্তারা ট্রাম্পের এমন মন্তব্যের বিষয়ে আর কিছু জানাননি।

গত রোববার ভোর রাতে সিরিয়ার উত্তরাঞ্চলের ইদলিব প্রদেশে অভিযান চালিয়ে বিশ্বের মোট ওয়ান্টেড জঙ্গি আবু বকর আল-বাগদাদিকে হত্যা করে মার্কিন এলিট ফোর্সের সদস্যরা। হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে আইএসের প্রধান বাগদাদিকে মার্কিন অভিযানে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেন ট্রাম্প।

বৃহস্পতিবার দলটির মুখপাত্র আবু হামজা আল কুরেইশি দলের সদ্য প্রয়াত নেতার মৃত্যুতে এক শোকবার্তা পড়ে শোনান। বাগদাদির মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা করে তিনি বলেছেন, ‘বাগদাদির নেতৃত্বে যা হয়েছে তার তুলনায় আরও ভয়ঙ্কর দিন আসতে চলেছে।’

সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার বাগদাদি হত্যার মিথ্যা খবর ছড়িয়ে পড়লে নতুন প্রধান হিসেবে নবনির্বাচিত আইএস প্রধান নিয়ে জল্পনা শুরু হলেও তখন হাশেমির নাম শোনা যায়নি। এছাড়া সশস্ত্র গোষ্ঠীটির নতুন এই নেতা সম্পর্কে খুব কম তথ্যই জানা গেছে।

যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে আইএস নিয়ে গবেষণা করেন আইমেন জাওয়াদ আল তামিমি। তিনি বলেছেন, ‘হাশেমি নামটি অপরিচিত। হলেও এই ব্যক্তি হাজ আবদুল্লাহ নামের এক শীর্ষ ব্যক্তিত্ব হতে পারেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয় যাকে বাগদাদির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে চিহ্নিত করেছিল।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.