মুশফিক-রোহিতদের ধন্যবাদ দিলেন সৌরভ গাঙ্গুলি

মুশফিক-রোহিতদের ধন্যবাদ দিলেন সৌরভ গাঙ্গুলি।

দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে হারিয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। তবে রোববার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুধু একটা ক্রিকেট ম্যাচই ছিল না। ছিল বিষাক্ত বায়ু, দূষিত পরিবেশের সঙ্গে লড়াইও।

ম্যাচ হবে কি না, এ নিয়ে বেশ শঙ্কা জেগেছিল। শেষ মুহূর্ত পর্যন্ত দুশ্চিন্তা ছিল দিল্লির ধোঁয়াশার কারণে খেলা বাতিল হতে পারে। এই পরিস্থিতিতে নিঃসন্দেহে রীতিমতো উদ্বেগে ছিল ভারতীয় বোর্ড বিসিসিআই।

ম্যাচ শেষ হতেই তাই টুইট করেছেন বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি। কঠিন পরিস্থিতিতে ম্যাচ খেলার জন্য দুই দলকেই ধন্যবাদ দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশকে।

সৌরভ টুইট করেন, ‘কঠিন পরিস্থিতির মধ্যে এই ম্যাচটা খেলার জন্য দুই দলকেই ধন্যবাদ… সাবাশ বাংলাদেশ।’

মুশফিকুর রহিমের দারুণ এক ইনিংসে বাংলাদেশ দিল্লির ম্যাচটি জিতেছে ৭ উইকেটে। আগামী বৃহস্পতিবার রাজকোটে হবে দ্বিতীয় ম্যাচ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.