পাকিস্তানের যে বোলারকে নিয়ে আতঙ্কে থাকত হাশিম আমলা

দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হাশিম আমলা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিলেও দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সেরা ক্রিকেটারদের একজন তিনি। কারণ ১২৪ টেস্টে ২৮ বার সেঞ্চুরি করেছেন আমলা। আর ১৮১ ওয়ানডেতে তিন অঙ্কের ফিগার স্পর্শ করেছেন ২৭ বার। এছাড়া টি-টোয়েন্টিতেও তার স্ট্রাইক রেট(১৩২) ভালো। অথচ পাকিস্তানের একজন বোলারকে খেলতে ভীষণ ঝামেলা লাগতো বলে জানালেন প্রোটিয়া দলের সাবেক এই ব্যাটসম্যানের।

সম্প্রতি পাকিস্তান সুপার লিগের দল পেশোয়ার জালমির এক ‘ইন্টারভিউ শো’তে আমলা জানান, পাকিস্তানি বোলারদের মধ্যে তার কাছে সবচেয়ে কঠিন লাগতো মোহাম্মদ আসিফকে। মূলত আসিফের দুইদিকে বল সুইং করানোর সামর্থ্যই তাকে কঠিনতম বোলারে পরিণত করেছিল।

তিনি আরো বলেন, ‘আমার জীবনে খেলা সেরা বোলার মোহাম্মদ আসিফ। তার নিয়ন্ত্রণ ছিল অসাধারণ। নতুন বলে সে দুইদিকেই সুইং করাতে পারত। প্রতিটি বলেই মনে হতো, এই বুঝি আউট হয়ে গেলাম। আমার চোখে সে দুর্দান্ত একজন বোলার।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.