করোনা পরিস্থিতি মোকাবিলায় তহবিল সংগ্রহের জন্য ভারত-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের একটি সিরিজের আয়োজনের প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের গতিদানব শোয়েব আখতার। তার এ প্রস্তাব এখনও দুই দেশের বোর্ডের আলোচনায় আসেনি।
তবে দুই দেশের সাবেক ক্রিকেটাররা পাল্টাপাল্টি মন্তব্যে এই ইস্যুটিকে গরমই রেখেছেন ভারত ও পাকিস্তানের ক্রিকেটে। যেখানে সরাসরি শোয়েবের বিপক্ষ অবস্থান ভারতের সাবেকদের। অন্যদিকে নিজ দেশের পেসারের পক্ষেই রয়েছেন রমিজ রাজা, শহিদ আফ্রিদিরা।
এর মধ্যে পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি আবার এক ধাপ এগিয়ে। বরাবরের মতো এবারও ভারত-পাকিস্তান সিরিজ হওয়ার অন্তরায় মোদি সরকারকে দাঁড় করিয়েছেন আফ্রিদি। তার মতে, যতদিন নরেন্দ্র মোদির বিজেপি ভারতের ক্ষমতায়, ততদিন ভারত-পাকিস্তান সিরিজ হবে না।
এর আগে গত ফেব্রুয়ারিতেও প্রায় একই কথা বলেছিলেন আফ্রিদি। জানিয়েছিলেন, নেতিবাচকতায় ঘিরে থাকা মোদি সরকার ক্ষমতায় থাকলে, পাক-ভারত সিরিজ সম্ভব নয়।
এবার আফ্রিদি বলেছেন, ‘আমরা অবশ্যই ভারতের বিপক্ষে খেলতে চাই। কিন্তু বর্তমানে পরিস্থিতি খুবই জটিল কারণ এখন ক্ষমতায় রয়েছে মোদি সরকার। নেতিবাচকতাটা তাদের কাছ থেকেই আসে। পাকিস্তান সবসময়ই এ বিষয়ে ইতিবাচক থাকে। কিন্তু ভারতেরও তো আমাদের দিকে এগিয়ে আসতে হবে।’
তিনি আরও মনে করেন যে, ক্রিকেটই সবসময় ভারত-পাকিস্তানকে কাছে টেনেছে। তাই শোয়েবের প্রস্তাবে কোন আপত্তি নেই আফ্রিদির। তবে ভারত চায় না বিধায় এটি যে খুব কঠিন হবে, তাও মানেন তিনি।
আফ্রিদি বলেন, ‘ভারতের সঙ্গে সম্পর্কটা ভালো হবে (সিরিজ আয়োজিত হলে)। কারণে ক্রিকেটই সবসময় দুই দেশকে কাছে এনেছে। আমি শোয়েব আখতারের প্রস্তাবে একমত। আমাদের মধ্যে ম্যাচ হওয়া উচিৎ। তবে এটা আয়োজন করা সত্যিই কঠিন। কারণ জানি না খেলা কোথায় হবে এবং ভারত আদৌ রাজি কি না।’