২০টি ইনফ্রারেড থার্মাল স্ক্যানার দিলেন ক্রিকেটার রুবেল হোসেন

বাগেরহাটে ২০টি ইনফ্রারেড থার্মাল স্ক্যানার প্রদান করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে তার পক্ষ থেকে বাগেরহাট পৌরসভার মেয়রের কাছে এসব স্ক্যানার পৌঁছে দেওয়া হয়।

এগুলোর মধ‌্যে থেকে বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগকে আটটি, পুলিশ বিভাগকে ছয়টি, জেলা প্রশাসনকে তিনটি, বাগেরহাট পৌরসভাকে একটি এবং সদর উপজেলা পরিষদকে দুটি ইনফ্রারেড থার্মাল স্ক্যানার দেওয়া হবে।

দেশের করোনা পরিস্থিতিতে বাগেরহাটের সন্তান জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন ইনফ্রারেড থার্মাল স্কানার প্রদান করায় খুশি এলাকাবাসী।

বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান বলেন, ‘বাগেরহাটের গর্ব বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন মানুষের জন্য ২০টি ইনফ্রারেড থার্মাল স্ক‌্যানার দিয়েছেন। এর মাধ্যমে জেলার মানুষের উপকার হবে।’

রুবেল হোসেন বলেন, ‘করোনা পরিস্থিতিতে সবাই বিপর্যস্ত। আমার নিজ জেলা বাগেরহাটবাসীও এই ঝুঁকির মধ্যে রয়েছেন। ঝুঁকি থেকে দ্রুত মুক্তি পেতে কার্যকর ভূমিকা পালন করতে সবার এগিয়ে আসা প্রয়োজন। জেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষার জন্য এটি আমার ক্ষুদ্র প্রয়াস।’

তিনি আরও বলেন, ‘বিত্তবান ও সেলিব্রেটিরা যে যার জায়গা থেকে এই পরিস্থিতিতে এগিয়ে এলে করোনা পরিস্থিতি মোকাবেলা করা আরও সহজ হবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.