১০ মিনিটের জন্য রাডার থেকে উধাও ৮৫টি বিমান

imagesভারতের কলকাতায় ৮৫টি বিমান প্রায় ১০ মিনিটের জন্য রাডার থেকে হারিয়ে গিয়েছিল। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এতে শত শত যাত্রীর জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। বৃহস্পতিবার সকাল ৭.৩০ মিনিটের কিছুটা পরই কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) স্ক্রিন শূন্য দেখা যায়। এটিসিতে বিমানের অবস্থান দেখানো হয়।

এ সময় বিমানের অবস্থান নির্ধারণী যন্ত্রপাতি অচল হয়ে পড়ে। কন্ট্রোলার তখন ভেরি হাই ফ্রিকোয়েন্সির বা ভিএইচপি লিঙ্কের মাধ্যমে যোগাযোগ করে বিমানগুলোর অবস্থান জানারে চেষ্টা করলে দেখতে পান যে এই ব্যবস্থাও কাজ করছে না।

কলকাতা বিমানবন্দরে নেটওয়ার্ক সুবিধা প্রদান করে থাকে ভারতের রাষ্ট্রায়ত্ত বিএসএনএল। এর মাধ্যমেই বিমানের অবস্থান জানতে হাই ফ্রিকোয়েন্সি লিঙ্কের সাথে যোগাযোগ রা করা হয় এবং পাইলটদের অন্য বিমানের সাথে দূরত্ব সম্পর্কে সতর্ক করা হয়। এ সময় বিএসএনএল ব্যর্থ হয়।

পরে এটিসি কর্মকর্তারা বারানসি, পাটনা ও গয়ায় যোগাযোগ করে বিমানের গতিবিধি সম্পর্কে সতর্ক করার দায়িত্ব তাদের কাছে দেয়। ১০ মিনিট পর এটিসি আবার কার্যকর হয়। এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়ে কর্তৃপ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.