ভারতে অব্যবহৃত একটি বিমান ক্রেনের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের সময় বিমানটি একটি ভবনের দেওয়ালের উপর পড়ে যায়।
দক্ষিণ ভারতে রোববার সকালে এই ঘটনা ঘটে। বড় আকৃতির একটি ক্রেনের সাহায্যে বিমানটি নিয়ে যাওয়া হচ্ছিল।
এয়ার ইন্ডিয়ার এই বিমানটিকে মাটি থেকে ৬০ ফুটের মত উপরে তোলা হলে হঠাৎ করে বিমানটি নিচে পড়ে যায়।
কর্মকর্তারা জানিয়েছেন, হঠাৎ করেই ক্রেনটি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। বিমানটিকে হায়দ্রাবাদের বেগামপেট বিমানবন্দর থেকে চার কিলোমিটার দূরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছিল। বিমানটির ওজন ২৫ টনের মতো।
এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কর্মকর্তারা বলছেন, এটা বিপর্যয়কর হয়ে উঠতে পারত কারণ দুর্ঘটনাটি যেখানে ঘটেছে তার কাছেই ছিল একটি স্কুল। দুর্ঘটনায় বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এয়ার ইন্ডিয়ার কর্মকর্তা বলছেন, দুর্ঘটনা সত্ত্বেও বিমানটিকে ফ্লাইট প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হবে।
এ ঘটনা এমন সময় ঘটল যার কিছুক্ষণ আগে কেরালায় এক মন্দিরে আতশবাজি থেকে সৃষ্ট অগ্নিকা-ে অন্তত ১০৬ জন নিহত এবং ৩৫০ জনের মত লোক আহত হয়েছে।