করোনাভাইরাসের কারণে চরম সংকটে পড়েছে ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়ার শতবর্ষের পুরোনো জাতীয় বিমান সংস্থা আভিয়ানকা।এই বিমানসংস্থাটি বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম বিমান সংস্থা। প্রতিষ্ঠানটি দেউলিয়াত্ব থেকে সুরক্ষা পেতে যুক্তরাষ্ট্রের একটি আদালতে আবেদন করেছে।
আভিয়ানকা এয়ারলাইন্স ল্যাটিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা। তবে করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকেই প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ। মহামারির কারণে কোম্পানিটির ৮০ শতাংশ আয় কমে গেছে। তবে উচ্চ মাত্রার স্থায়ী ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে বিমানসংস্থা আভিয়ানকা।
এমন পরিস্থিতিতে দেউলিয়া হয়ে যেতে পারে আভিয়ানকা এয়ারলাইন্স। এ থেকে বের হতে না পারলে আভিয়ানকাই হবে মহামারির কারণে দেউলিয়া হয়ে যাওয়া প্রথম বিমান কোম্পানি।