বিমানের ব্যবস্থাপনায় জবাবদিহিতার ঘাটতিতে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে জবাবদিহিতা নিশ্চিত ও নিরাপত্তা জোরদারে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি। সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, অধ্যাপক মো. আলী আশরাফ, মো. নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান, মো. আফতাব উদ্দীন সরকার, বেগম রওশন আরা মান্নান, সাবিহা নাহার বেগম বৈঠকে অংশ নেন। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিটি সূত্র জানায়, বৈঠকে তদন্ত শেষ না হওয়ায় হোটেল সোনারগাঁওয়ের অনিয়ম তদন্তে গঠিত সংসদীয় সাবকমিটি প্রতিবেদন উপস্থাপনের সময়সীমা আরও এক মাস বাড়ানো হয়। এ ছাড়া কমিটি নির্মাণাধীন হোটেল রূপসী বাংলাসহ হোটেল সোনারগাঁওয়ের মূল কনফারেন্স রুমে চারটি ভাষায় (বাংলা, ইংরেজি, আরবি, ফরাসি) ট্রানস্লেটর স্থাপনে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন
আরও খবর