কুয়ালালামপুর ভ্রমণে বাংলাদেশ বিমানে বৈশাখী অফার

Biman-logo20160412145454পহেলা বৈশাখের আনন্দ আরো বাড়িয়ে দিতে ঢাকা-কুয়ালালামপুরের টিকিট মূল্য ১০ শতাংশ কমিয়েছে বাংলাদেশ বিমান।

আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই অফার চলবে। ওয়ানওয়ে/রাউন্ড ট্রিপে এই বিশষ ছাড়ে টিকিট পাওয়া যাবে।

তবে কেবল বাংলাদেশ বিমানের ওয়েবসাইটের মাধ্যমেই এই অফার পাওয়া যাবে। ওয়েব সাইট থেকে টিকিট বুকিংয়ের জন্য DACKUL2016 কোড ব্যবহার করতে হবে।

একইসঙ্গে বরিশাল-সৈয়দপুর রুটেও চলছে রাষ্ট্রায়ত্ত এই এয়ারলাইন্সের বৈশাখী অফার। এই অফারও চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

বিস্তারিত তথ্য বাংলাদেশ বিমানের ওয়েবসাইটে www.biman-airlines.com রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.